বাসন্তীতে পথ দূর্ঘটনায় মৃত এক, আহত এক

0
123

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন : বৃহস্পতিবার সকালে পথ দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটলো এক মোটর সাইকেল আরোহীর সুন্দরবনে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল,বৃহস্পতিবার সকালে সুন্দরবনের বাসন্তীর আমঝাড়া এলাকায় বোলেরো গাড়ির ধাক্কায় নিহত হলেন এক মোটরসাইকেল আরোহী।আহত একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বাসন্তী থানার চড়াবিদ্যা এলাকায় বাসন্তী হাইওয়ের উপরে। নিহত ও আহতরা একটি মোটর সাইকেলে করে সরবেড়িয়া থেকে ক্যানিংয়ের দিকে আসছিল।অন্যদিকে, বোলেরো গাড়িটি সরবেড়িয়ার দিকে যাচ্ছিল। গাড়িটিকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ গিয়ে পৌঁছায় এবং দেহটি তুলে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তবে মৃতের ও আহতের পরিচয় জানা যায় নি।পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে।আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here