উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : তীব্র তাপদহে ভুগছে বাংলা। আর এই তীব্র গরমে রক্তের আকাল দেখা দিয়েছে। আর তাই বারুইপুর মহকুমা শাসকের উদ্যোগে ইতিমধ্যে বারুইপুর মহকুমার বিভিন্ন বিডিও অফিসে রক্তের যোগান বজায় রাখতে রক্তদান শিবির হয়ে গেছে।সোমবার রক্তদানের মধ্যে জীবন বাঁচানোর তাগিদে বারুইপুর মহকুমা শাসককের উদ্যোগে বারুইপুরে জেলা পঞ্চায়েত প্রশিক্ষন কেন্দ্রে সরকারি ব্লাড ব্যংকের সহায়তায় এক রক্তদান শিবির হয়ে গেল। যাতে ৫০ জন রক্তদানে এগিয়ে আসেন।এদিন বারুইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেন নিজে রক্তদান করেন।এদিন বিশ্ব উষ্ণায়ন থেকে পরিবেশকে বাঁচাতে প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছ তুলে দেওয়া হয়।এদিন মহকুমাশাসক বলেন,ধারাবাহিক ভাবে সারাবছর এই শিবির হবে প্রতিটা বিডিও অফিসে।