সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং- প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লককে প্লাষ্টিক বর্জ্যমুক্ত করার জন্য বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে শনিবার সামিল হলেন কলকাতার “কলাভৃত পরশমনি’র সদস্যরা। গোসাবার দুলকি গ্রামে প্রায় ৩০০ বস্তা প্লাষ্টিক বর্জ্য জমা করে ৩০০ গ্রামবাসী হাসিমুখে ত্রাণসামগ্রী নিয়ে ফিরলেন বাড়ী।
বারুইপুর পুলিশ জেলা ও জেলা প্রশাসনের তত্বাবধানে সুন্দরভাবে চলছে গোসাবার বিভিন্ন দ্বীপে দ্বীপে প্লাষ্টিক সংগ্রহ অভিযানের মহৎ কর্মযঞ্জ।
ইয়াস পরবর্তী সময়ে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রীর মধ্যে লক্ষ লক্ষ প্লাষ্টিক বোতল এবং ক্যারিব্যাগ ঢুকে পড়েছিল গোসাবার বিভিন্ন দ্বীপে।বর্তমানে চেষ্টা চলছে কলকাতার “ছাতা” তথা সুন্দরবনের ম্যানগ্রোভকে বর্জ্য প্লাস্টিকের হাত থেকে বাঁচানো। সব কয়টি দ্বীপ মিলিয়ে এযাবৎ প্রায় ১৫ টন পরিমাণ প্লাষ্টিক উদ্ধার হয়েছে।
যা বারুইপুর পুলিশ জেলার পুলিশ ও জেলা প্রশাসনের কৃতিত্ব।