Monday, December 23, 2024
spot_img

বারুইপুরে ব্যবসায়ীদের সাথে পুলিশ আধিকারিকদের প্রশাসনিক বৈঠক হয়ে গেল

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : বারুইপুরে বিভিন্ন সোনার দোকানে চুরির ঘটনার পর তড়িঘড়ি নিরাপত্তা জোরদার করতে বারুইপুরে স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক কর্মীদের সাথে পুলিশকর্তাদের বৈঠক হয়ে গেল শুক্রবার।রাজ্যের বিভিন্ন জায়গায় দিনের পর দিন বেড়েই চলেছে স্বর্ণ দোকানে চুরি ও ডাকাতির ঘটনা। সেই সঙ্গে বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়া অথবা টাকা জমা দেওয়ার সময়,গ্রামের সাধারণ মানুষ দেখলে অথবা বয়স্ক লোক দেখলে তাদের কাছ থেকে বিভিন্ন ছলে বলে কৌশলে কেপমারেরা হাতিয়ে নিচ্ছে সেই টাকা।শুক্রবার বারুইপুর সোনার তরী কমপ্লেক্সে বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ী ও বিভিন্ন ব্যাংক কর্মীদের সঙ্গে বিভিন্ন রকম সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিশেষ বৈঠক করলেন প্রশাসনের একাধিক আধিকারিক ও বারুইপুর পৌরসভার একাধিক ব্যক্তিত্বের উপস্থিতিতে।যেভাবে সোনার দোকানে চুরি ও ডাকাতি একের পর এক ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, সেগুলো যাতে অনেক পরিমাণে কমানো যায়, তার বিশেষ কিছু পন্থা এদিন বললেন বারুইপুর এসডি পি ও অতীশ বিশ্বাস।তিনি বলেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হবে।প্রত্যেকটা দোকানের সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক। সিসিটিভি ক্যামেরায় ঠিকমতো রেকর্ডিং হচ্ছে কিনা সেদিকে বিশেষ নজর দিতে হবে, রেকর্ডিং স্টোরেজের জায়গা সেই দোকান ছেড়ে অন্য জায়গায় রাখার পরামর্শ দেন। সেইসঙ্গে এলার্ম সিস্টেম ও রাখতে হবে। সমস্ত স্বর্ণ ব্যবসায়ীদের ফোনের ইমার্জেন্সি ডায়ালে নিকটতম পুলিশ আধিকারিকদের ফোন নাম্বার সেভ করে রাখতে হবে।হেলমেট এবং মুখে মাস্ক পরে দোকানে ঢোকা নিষিদ্ধ করার কথা বলেন তিনি। দোকানের সামনে যে কাঁচের দরজা থাকে তাতে কোন রকম পর্দা বা ব্ল্যাক ফ্লিম না লাগানো ভালোই বলে জানান তিনি।সেই সঙ্গে পুরানো সোনা কেনার ব্যাপারে অনেক বেশি সতর্ক ও সাবধানতা অবলম্বন করতে হবে দোকানদারদের। সন্দেহজনক কিছু মনে হলেই  প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন তিনি।এছাড়া আরও কিছু ব্যবস্থা গ্রহনের কথা ও বলেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles