আমিরুল ইসলাম, মালদা :
বন্দুক হাতে দুই যুবকের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।একজন হাতে ধরে রয়েছেন বন্দুক।একজন আবার মাথায় ঠেকিয়ে। আর ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল। দুই যুবকের মধ্যে একজন আবার নাবালক। সাফাই দেওয়ার চেষ্টা অভিভাবকদের।আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা-বিহার সীমান্তবর্তী গাররা গ্রামের ঘটনা।ওই গ্রামের বাসিন্দা মোঃ মুবারক (১৯) এবং মহম্মদ গুলসেদ (১৫)। সম্প্রতি এই দুইজনের বন্দুক হাতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ভিডিও তে বাড়ির পাশের বাঁশ বাগানে তাদের দেখা গেছে বন্দুক হাতে।একজনের হাতে বন্দুক আবার একজন মাথায় বন্দুক ঠেকিয়ে। সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই এলাকায় চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে কোথায় আগ্নেয়াস্ত্র হাতে পেলো এই দুই যুবক। কেনই বা তারা আগ্নেয়াস্ত্র হাতে নিয়েছে। সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিও বা রিলসের প্রভাবে নিছকই অভিনয়। না কি পেছনে রয়েছে অন্য কোন কারণ। উঠেছে একাধিক প্রশ্ন? জানা গেছে ওই দুই জন মাঝে মাঝে ভিন রাজ্যে কাজ করতে যায়।সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলে। যদিও পরিবারের অভিভাবকেরা সাফাই দিয়েছেন হয়তো খেলনা বন্দুক। আবার কেউ জানিয়েছেন যে তিনি নিজেই জানেন না এই বিষয়ে। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী আব্দুল কাইয়ুমের দাবি এই ঘটনাটি অত্যন্ত আশঙ্কাজনক। এই এলাকা রাজনৈতিক ভাবে অত্যন্ত শান্ত। পুলিশ সূত্রে জানা যায় ঘটনাটি আদৌ সত্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।