বাংলায় প্রথম বার হতে চলেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে বড়ো পর্দায় দেখা যাবে তাকে। পরিচালনায় দ্বায়িত্বে রয়েছেন পরিচালক আব্দুল আলিম। ছবিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে। নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে থাকছে আরো চমক। অন্যান্য চরিত্রে থাকবে আরো নামকরা অভিনেতা অভিনেত্রীদের মুখ।
অভিনেতা কিঞ্জল নন্দ জানান “শীতকালে এই ছবির শ্যুটিং শুরু হবে। ছবিতে অনেকটা ‘প্রস্থেটিক’ মেকআপের বিষয় রয়েছে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে”। পর্দায় কবি কাজী নজরুল ইসলামের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল ইসলাম সম্পর্কে পড়াশোনা করছেন অভিনেতা কিঞ্জল।
এই ছবির শ্যুটিং হয়ে একটা বড়ো সময় ধরে। বাংলা ও বাংলার বাইরে ছবির শ্যুটিং হবে। ছবিতে স্ক্রিপ্ট লিখছেন সৌগত বসু। বর্তমানে স্ক্রিপ্ট প্রায় শেষ। এখনো চলছে কাজী নজরুল ইসলামের জীবনের নানান রিসার্চ। ছবিতে একটা বড়ো পার্ট থাকছে ছবির মিউজিক। মিউজিক নিয়ে কথা চলছে মিউজিক ডিরেক্টর জয় সরকারের সঙ্গে। ছবিতে এডিটর হিসাবে থাকবেন অর্ঘকমল মিত্র।
পরিচালক আব্দুল আলিম জানান ” এই ছবিটি নিয়ে আমরা শ্যুটিং এ খুব তারাহুরো করতে চাই না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবটাই তুলে ধরা হবে এই ছবিতে৷ আমরা প্রতিটি দিক নিখুঁত ভাবে রিসার্চ করছি। ছবিতে কিঞ্জল নন্দকে প্রানবন্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কে দেখতে পাবে দর্শক”।