Home Arts বড়োমা এর রাজত্বে অলৌকিক ঘটনায় কাপালিকের আগমন। প্রকাশ্যে বিশ্বরুপ বিশ্বাস এর চমকে...

বড়োমা এর রাজত্বে অলৌকিক ঘটনায় কাপালিকের আগমন। প্রকাশ্যে বিশ্বরুপ বিশ্বাস এর চমকে দেওয়া লুক। পুজোতে আসছে “বানসারা”।

0

পুজোতে আসছে পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি “বানসারা”। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ছবির মুখ্য চরিত্র অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্ত এর লুক। এবার প্রকাশ্যে এল আরো এক বড়ো চমক। বড়োমা এর রাজত্বে অলৌকিক ঘটনা বড়মা কে সাহায্যে করতে এক কাপালিক বাবা এর আগমন। চমকে দেওয়া লুকে অভিনেতা বিশ্বরুপ বিশ্বাস। সম্প্রতি “খাদান” ছবিতে ক্রিপ্ট রাইটার হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন বিশ্বরুপ বিশ্বাস। মাফিয়া আর পুলিশের লড়াইয়ের মধ্যে মাইথোলজি এই গল্প। একে একে প্রকাশ্যে আসছে ছবির প্রতিটি চরিত্র লুক। প্রতিটি লুকে রয়েছে বড়ো চমক। ইতিমধ্যে ছবির শ্যুটিং শুরু হয়েছে পুরুলিয়াতে। ছবিতে অভিনেত্রী অপরাজিতা কে দেখা যাবে বড়ো মা চরিত্রে। অন্যদিকে অভিনেতা বনি সেনগুপ্তকে দেখা যাবে অজিতেস নামক পুলিশ চরিত্রে। “বানসারা” মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে “বানসারা”। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেয়। দেবীর ইচ্ছে, আদেশ সবকিছু বড়মা মারফত গ্রামের সবার কাছে পৌঁছে দেন। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরীকা দেবী। তিনি এই গ্রামের শেষ কথা। এই গ্রামের ভালো মন্দ সবকিছু ঠিক হয় এই গৌরীকা দেবীর কথায়। বানসারার রক্ষক ও সর্বময় এই গৌরীকা দেবী। কিন্তু এই গ্রামে হঠাৎ আসে পুলিশ অফিসার অজিতেষ। বানসারার রক্ষক এবার হবেন কে! অন্যদিকে ছবিতে আরো এক মুখ্য চরিত্রে দেখা যাবে গ্রামের প্রধান শিক্ষিকা কে। প্রধান শিক্ষিকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুন সরকার। পরিচালক অতিউল ইসলাম জানান “পুজোতে এই ছবি মুক্তি পাবে। প্রতিদিন প্রায় ছয়শো-সাতশো টেকনিশিয়ান নিয়ে শ্যুটিং হচ্ছে। ছবিতে তিনটে গান আছে। অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্ত কে এর আগে এইভাবে দর্শক দেখেনি এই টুকু বলতে পারি। এটা পুজোর বড়ো ছবি হতে পারে। কাপালিকের চরিত্রে বিশ্বরুপ বিশ্বাস অনবদ্য।” পিএম মুভিজ” এর ব্যানারে সারফারাজ মল্লিকের প্রযোজনাতে পুজোতে আসছে “বানসারা”।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version