সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –
সোমবার সকালে সীমানায় বেড়া দেওয়া কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসায় গুরুতর জখম হলেন দুজন। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়া পঞ্চায়েতের পূর্ব দাঁড়িয়া গ্রামে। গুরুতর জখম হয়েছে গৃহবধু যমুনা সরদার ও বৃদ্ধ বুদ্ধিশ্বর সরদার। জখম দুজন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার বিষয়ে উভয় পক্ষই ক্যানিং থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে যমুনা সরদারের সাথে বুদ্ধিশ্বর সরদারদের বচসা চলছিল।রবিবার একপ্রস্থ গন্ডগোল হয়। অভিযোগ সোমবার সকালে যমুনা সরদার যখন ঘুমাচ্ছিলে তখন তার বাড়িতে চড়াও হয় বীরবাহু,যঞ্জেশ্বর,বুদ্ধিশ্বর সরদার’রা।গৃহবধু যমুনা সরদার কে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অন্যদিকে বুদ্ধিশ্বর সরদারের দাবী সোমবার সকালে সীমানায় বেড়া দিচ্ছিলাম। সেই সময় আমার উপর চড়াও হয় যমুনা। আমার মেরে মাথা ফাটিয়ে দেয়।একে অপরের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘটনা প্রসঙ্গে যমুনা সরদার জানিয়েছেন, ‘বীরবাহু,বুদ্ধিশ্বর,যঞ্জেশ্বর সরদার’রা আমাকে থাকতে দেবে না বলে আমার উপর প্রতিনিয়ত অত্যাচার চালালো,গালিগালাজ করতো। সোমবার সকালে অতর্কিতে আমার বাড়িতে চড়াও হয়ে আমাকে মারধর করে।’