ডুরান্ডের পর আইএসএলে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন দল মোহনবাগান সুপার জায়ান্টস। স্বাভাবিকভাবেই দল তেতে রয়েছে ত্রিমুকুটের আশায়। হাবাস এরজন্য সেলিব্রেশনও করেননি। তবু সহজ নয় এই পর্বও। মঙ্গলবার চ্যাম্পিয়নশিপের অভিযানে কঠিন পরীক্ষাতেই পড়তে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। প্রতিপক্ষ যে ওড়িশা এফসি। দু’বার দেখাতে দু’বারই ড্র হয়েছে। তবে প্রতিপক্ষের মাঠে গিয়ে সেমিফাইনালে ড্র নয়, সরাসরি জয়ের জন্য ঝাঁপাতে তৈরি হাবাস ব্রিগেড। বাগান কোচ হাবাস বলেন, ‘ম্যাচটা কঠিন হবে জানি। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও আমরা ড্রয়ের মানসিকতা নিয়ে মাঠে নামতে চাই না। আমরা তিন পয়েন্টের লক্ষেই খেলব। কোনও কোচ কোনওদিন জয় ছাড়া কিছু ভাবি না।’ মঙ্গলবার ভুবনেশ্বরে দেখা যাবে দুই দলের দুই স্ট্রাইকারজুটির প্রতিযোগিতা। ওড়িশার দিয়েগো মরিসিও-রয় কৃষ্ণ জুটি বনাম মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস-জেসন কামিংস জুটি। হাবাসের প্রাক্তন ছাত্র রয় কৃষ্ণকে আটকে দেওয়াই বড় চ্যালেঞ্জ বাগান রক্ষণের কাছে। প্রথম লেগের পর দ্বিতীয় লেগে ফের যুবভারতীতে দেখা হবে দু’দলের।