আজ দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে রাজ্য স্তরের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে বক্তৃতা পেশ করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এখন মুখ্যমন্ত্রী নানা কাজে ভীষণ ব্যস্ত রয়েছেন। একদিকে লোকসভা নির্বাচন সাথে অন্যদিকে প্রশাসনিক স্তরের কাজ। সব মিলিয়ে অনেক ব্যস্ততা তাই এই মুহুর্তে ইডির সমনে সাড়া দিতে পারছেন না কেজরিওয়াল। এই ব্যস্ততার মাঝে রাম মন্দির নিয়ে বিশেষ ঘোষণা করে বসলেন কেজরিওয়াল। তিনি বলেন ২২শে জানুয়ারী অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্টা ছিল। যা বিশ্বজুড়ে সকলের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়।
সেই জন্যেই তিনিও দিল্লির প্রবীণ নাগরিকদের রাম মন্দির দর্শনের ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন। তার কথায়, আমরা প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে ১২টি তীর্থস্থানে ‘তীর্থ-যাত্রা’ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। এখন পর্যন্ত ৮৩ হাজার লোককে ‘তীর্থ-যাত্রায়’ নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন যে অযোধ্যাতেও নিয়ে যাওয়া জন্য। আমরা চেষ্টা করব প্রবীণ নাগরিকদের সেই ইচ্ছা পূরণ করতে। আমরা যতটা সম্ভব অযোধ্যায় রাম মন্দিরে প্রবীণ নাগরিকদের নিয়ে যাওয়ার চেষ্টা করব।