সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : –
প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন এক বধু। ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়া পঞ্চায়েতের বালুইঝাঁকা গ্রামের বাসিন্দা বধু ভগবতী শিকারী। প্রতিদিনই সকালে কলকাতায় কাজে যান।অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন। অভিযোগ সেই সময় তাঁকে অতর্কিতে আক্রমন করে প্রতিবেশী গোবিন্দ সরদার। বধুকে বেধড়ক মারধর করার পাশাপাশি তাঁর মাথায় চেলা কাঠ দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।পরিবারের লোকজন জানতে পেরে বধু কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই বধুর মাথায় ৮ টি সেলাই হয়।ঘটনা প্রসঙ্গে বধুর ভাই বিশ্বজিত ঘরামী জানিয়েছেন, প্রতিবেশীর সাথে সম্পত্তি নিয়ে বচসা হয়েছিল গোবিন্দ সরদারের।সেই ঘটনায় দিদিকে অভিযুক্ত মনে করে।গত এক সপ্তাহ হুমকি দিচ্ছিল।মঙ্গলবার সকালে সুযোগ পেয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেয় দিদিকে।আমরা অভিযুক্তের শাস্তির দাবী জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।গোবিন্দ সরদার জানিয়েছে,আমাকে প্রথমে ওই বধু মারধর করে। পরে সুযোগ বুঝে চ্যালা কাঠ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছি।অন্যদিকে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।