তিনি হারার পাত্রী নন। না প্রতিবাদের মঞ্চে, না লড়াইয়ের মঞ্চে। ভিনেশ ফোগত এবার আশার আলো দেখালেন অলিম্পিকে পদক জয়ের। পেলেন অলিম্পিকের ছাড়পত্র। ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদে মুখ হয়ে কেরিয়ারই প্রায় শেষের পথে বজরং-সাক্ষীদের। সেখানে আশার প্রদীপটা জ্বাললেন ভিনেশই।৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে প্যারিসে নামার যোগ্যতা অর্জন করলেন ভারতীয় এই কুস্তিগির। কিরঘিজস্তানের এশীয় অলিম্পিক যোগ্যতামান পর্বে ভিনেশ হারিয়েছেন কাজাখস্তানের লরা কানিগাজিকে মাত্র চার মিনিটের মধ্যেই সাফল্য নিয়ে আসেন। ফলাফল ১০-০।