Home Uncategorized পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো

পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো

0

জাহেদ মিস্ত্রী: যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলী ব্লকের প্রত্যন্ত এলাকা কুন্দখালি গোদাবর অঞ্চলের অম্বিকা নগর এর রাইহান পিয়াদা আজ প্রকাশিত ২০২৪ মাদ্রাসা বোর্ডের দ্বিতীয় স্থান অধিকার করে।আর এই খবর চাউর হতে সাথে সাথে তাকে কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিক এর দপ্তর থেকে তাকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়। সম্মানিত করেন কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য, কুলতলী ব্লক মাইনরিটি দপ্তরের আধিকারিক মইদুল ইসলাম লস্কর। কুলতলির প্রত্যন্ত এলাকা অম্বিকা নগরের রাইহান পিয়াদা রাজ্যে দৃষ্টান্ত স্থাপন করায় খুশির হাওয়া কুলতলী সহ জেলায়। রাইহান পিয়াদার পিতার নাম মুফতি নুর হোসেন পিয়াদা মাতা রেহানা পিয়াদা তিন সন্তানের জেষ্ঠ সন্তান রাইহান। বাবা দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী ব্লকের খেড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক। তিনি রাইহানকে হাওড়া জেলার পাঁচলা ব্লকের বিকি হাকোলা অঙ্কুর কেজি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি করেন। সেখানে চতুর্থ শ্রেণি পর্যন্ত তার পড়াশোনা চলে। পরে হাওড়া জেলার জয়নগর পল্লীশ্রী বিদ্যানিকেতন থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চলে তার। নবম ও দশম শ্রেণী তার পড়াশোনা চলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের খেড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায়।এবছরে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ায় রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করে সে। তার প্রাপ্ত নাম্বার ৮৪৩ প্রথম পত্র বাংলায় ৮৭ দ্বিতীয় পত্র ইংরেজি ৮১ অঙ্কে ৯৭ ভৌতবিজ্ঞানে পঞ্চাশ এর মধ্যে ৪৮, জীবনবিজ্ঞানে ৫০এ ৫০, ইতিহাসে ৯৮ ভূগোলে ৫০ এ ৪৬ আরবীতে ৯৩ তাপসীরে ৯৯ হাদিসে ৯৬ আর ফেকায় ৫০এর মধ্যে ৪৮ এই সাফল্য আসে গৃহ শিক্ষক আলোম মন্ডল ও বাসুদেব সরদারের নৈপূণ্য শিক্ষা দানে। আগামীতে বাবার মতো শিক্ষক হতে চায় রাইহান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version