Home Lifestyle Travel পর্যটকদের কাছে নিঃসন্দেহে প্রিয় ঠিকানা পাশাবং

পর্যটকদের কাছে নিঃসন্দেহে প্রিয় ঠিকানা পাশাবং

0

সজল দাশগুপ্ত , শিলিগুড়ি : শীতের আগমনে ঘুরে বেড়ানোর আগ্রহ যেন বেড়ে যায়। পর্যটকদের কাছে একেবারে নতুন ঠিকানা পাশাবং। দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর করে তোলে। ভ্রমণ পিপাসুদের কাছে নিঃসন্দেহে দুর্দান্ত ঘোরার জায়গা। পাহাড়, বন ও নদীর তীর যারা ভালোবাসেন,তাদের কাছে নিঃসন্দেহে দুর্দান্ত মনমুগ্ধকর স্থান। কালিম্পং জেলার অন্তর্গত গরুবাথান ব্লকের গীতখোলা পাশাবং এই রকম এক আদর্শ গন্তব্য। ছোট একটি পাহাড়ি গ্রাম, আর এখানকার পরিবেশ খুব সুন্দর। অল্প কিছু সংখ্যক পরিবার বসবাস করে এখানে।সুন্দর পাহাড়ি উপত্যকা পর্যটকদের নিঃসন্দেহে দুর্দান্ত গন্তব্য স্থল। পাহাড়ের ঢালে রয়েছে সামাবিয়ং চাবাগান। পাহাড়, বন ঘেরা এক সুন্দর পরিবেশ। ট্রাকিং করে পাহাড়ের চূড়ায় ওঠবার পর দূরে দেখা যাবে শিলিগুড়ি, মালবাজার সমেত ডুয়ার্সকে।
মালবাজার শহর থেকে লাভা হয়ে এই এলাকাতে পৌছতে দুরত্ব হবে অন্তত ৪১ কিমি। ঝান্ডি হয়ে গেলে কিছুটা কম পড়বে ৩৯ কিমি। শহর পেরিয়ে চাবাগান, বন, পাহাড় দেখতে দেখতে ঘন্টা দেড় সময় লাগবে গন্তব্যস্থলে যেতে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version