২৬ নভেম্বর সংবিধান দিবস পালিত হল নেহরু যুব কেন্দ্র সংগঠনে, পশ্চিমবঙ্গ, নেহেরু যুব কেন্দ্র, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ এবং সশস্ত্র সীমা বল, কলকাতার সাথে। ডক্টর বি.আর. আম্বেদকারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত গাওয়া এবং প্রস্তাবনা পাঠ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অনুপ সাহা। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনএসএসের আঞ্চলিক পরিচালক বিনয় কুমার, সশস্ত্র সীমা বালের ডেপুটি কমান্ড্যান্ট মনোজ কুমার রাম এবং এনওয়াইকেএস পশ্চিমবঙ্গ-এর রাজ্য পরিচালক, অশোক সাহা। অনুপ সাহা সমাজের যুবকদের স্বাগত জানান এবং সংবিধানের গুরুত্ব সম্পর্কে তার মতামত প্রদান করেন। এরপর কলকাতার বিভিন্ন প্রান্তের যুবকদের অংশগ্রহণে রুবির এসএসবি অফিস থেকে একটি পদযাত্রা শুরু হয়।