Monday, January 6, 2025
spot_img

নেই ঐন্দ্রিলা শর্মার, থেকে গেল ভালবাসা

Aindrila Sharma Passes Away: ক্যানসারকে (Cancer) হার মানিয়েছিলেন। স্ট্রোকের (Stroke) সঙ্গেও লড়াই করছিলেন। তবে শেষে হল কার্ডিয়াক অ্যারেস্ট (Cardiac Arrest)। এই অসুখ প্রাণ নিল ঐন্দ্রিলা শর্মার। জানুন কী অসুখ, কেন হয়, চিকিৎসা কী কার্ডিয়াক অ্যারেস্টের। স্ট্রোকের (Stroke) কারণে তিনি গত ১ নভেম্বর হাসপাতালে ভরতি হয়েছিলেন। প্রথম থেকেই রোগ খুব বাড়াবাড়ি পর্যায়ে ছিল। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠছিলেন ঐন্দ্রিলা। হয় অস্ত্রপচার। তবে ফের বিপত্তি। দ্রুত খারাপ হতে থাকে শরীর। শনিবার তাঁর ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট (Cardiac Arrest) হয়। তবে এই ধাক্কার পরই আবার রবিবার সেই একই সমস্যা হয়। তবে এবারই প্রথম নয়, বারাবার রোগের সঙ্গে যুদ্ধ করে গিয়েছেন এই অভিনেত্রী। তাঁর ২০১৫ সালে ক্যানসার (Cancer) ধরা পড়ে। সেই অসুখ থেকে সেরে ওঠেন। তবে নিয়তি আবার তাঁকে ক্যানসারের মুখোমুখি করে। সেই সমস্যাও কাটিয়ে ওঠেন তিনি। কিন্তু এবার এবার আর পারলেন না। স্ট্রোক (Stroke) নিয়ে ভরতি হয়েছিলেন হাসপাতালে।কত লেখা লিখি সামাজিক মাধ্যমে আর হবেনা। সবাই ভেবেছিলেন আবার ফিরে আসবে কিন্তু তা ভুল প্রমান করে বিদায় নিলো। একা করে দিয়ে গেল সব্যসাচিকে থেকে গেল ভালবাসা টুকু। ভালবাসার কথা উঠলেই উদাহরণ হিসেবে ফিরে আসবে তারা। 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles