সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোন চুরি! তাও আবার তাঁর নিজের বাড়ি থেকেই! লক্ষাধিক টাকা দামের সেই ফোন। যে ফোনে মূল্যবান অনেক নথিও রয়েছে। ব্যাঙ্কের সঙ্গে লিঙ্কও রয়েছে হারানো ফোননম্বরের। এমনকি ওই ফোন থেকেই বিভিন্ন পেমেন্টও করা হত! ফোন খোয়া যেতেই সৌরভ গঙ্গোপাধ্যায় ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করেছেন। নেপথ্যে কে? কীভাবে এই চুরি! কে করল! কোনও কিনারাই এখনও হয়নি। জানা গেছে, সৌরভ শহরের বাইরে ছিলেন। ফেরার পর ফোন ব্যাগ থেকে বের করে বাড়িতেই রাখেন। তারপর থেকেই আর খুঁজে পাচ্ছেন না। সৌরভের বাড়িতে রঙের কাজ করছিল। রঙমিস্ত্রীদের আনাগোনা চলছিলই। পরিচারক- পরিচারিকারাও রয়েছেন। কর্মীরাও রয়েছেন। তবে নির্দিষ্ট কাউকেই চিহ্নিত করা যায়নি। সৌরভের আপ্তসহায়ক তানিয়া ভট্টাচাৰ্য জানান, ‘দাদার ওই ফোনে অনেক গুরুত্বপূর্ণ নম্বর ছিল। সমস্ত অনলাইনে টাকা ট্রান্সফার ওই মোবাইল থেকেই হত। সেই কারণে আমরা খুব চিন্তায় আছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here