উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : তীব্র তাপদহে রক্তের আকালে ভুগছে বাংলার রোগীরা।তাছাড়া সারা বছর থ্যালাসেমিয়া রোগীদের রক্তের দরকার। আর সেই দিককে মাথায় রেখে রবিবার আন্তর্জাতিক নার্স দিবসে জয়নগর লাগোয়া মন্দিরবাজার থানার কানেয়া এফ পি স্কুলের কাছে কানেয়া একতা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বেসরকারি ব্লাড ব্যংকের সহায়তায় ১ ম বর্ষের রক্তদান শিবির,চক্ষু পরীক্ষা শিবির হয়ে গেল।এছাড়া রোগীদের পরিষেবা দেবার উদ্দেশে একটি এম্বুলেন্স পরিষেবার ও সূচনা করা হয়।এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ডা: বিধান রায়।আশে পাশের বিভিন্ন এলাকা থেকে ১৫০ জন রক্তদাতা এদিন এগিয়ে আসেন এই রক্তদানের উৎসবের শরিক হতে। সোসাইটির তরফে এই ধরনের সমাজসেবা মূলক কর্মসূচি আগামীদিনে আরো করা হবে বলে জানানো হয়।