Home Uncategorized নারীকেন্দ্রিক মনস্তাত্ত্বিক থ্রিলার ছবিতে জুটিতে আরিয়ান-শুভঙ্কি। প্রকাশ্যে ছবির নাম “স্লেয়ার”।

নারীকেন্দ্রিক মনস্তাত্ত্বিক থ্রিলার ছবিতে জুটিতে আরিয়ান-শুভঙ্কি। প্রকাশ্যে ছবির নাম “স্লেয়ার”।

0

নতুন থ্রিলার ছবিতে জুটিতে শুভঙ্কি ধর ও আরিয়ান ভৌমিক। প্রকাশ্যে ছবি নাম “স্লেয়ার”। পুরোপুরি নারীকেন্দ্রিক এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক দ্বৈপ্যন এম। “স্লেয়ার” হল এমন একটি নারীকেন্দ্রিক মনিস্তাত্ত্বিক থ্রিলার ছবি যা একজন ডাক্তারের উপর ভিত্তি করে তৈরি এবং কিভাবে তার জীবন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর কঠিন মোড় নেয়। প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন শুভঙ্কি ধর, যিনি টিভি সিরিয়ালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তবে এই সিনেমাটি চলচ্চিত্র জগতে তার অভিষেক হবে। রহস্যে, থ্রিলারের মোড়কে মুক্তি পাবে এই ছবি। ছবিতে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য ও অন্যান্যকে।

পরিচালক দ্বৈপ্যন এম জানান “এই ছবিতে শুভঙ্কি ও আরিয়ান কে নতুন জুটি হিসাবে দর্শক উপহার পাবে। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। এই ছবিতে পুরোপুরি থ্রিলার মোড়কে গল্প দেখানো হবে।আশা করছি দর্শকদের ভালো লাগবে এই ছবি”।

অভিনেত্রী শুভঙ্কি জানান ” এই ছবিতে পুরোপুরি ভিন্ন লুকে দর্শক আমাকে দেখতে পাবে। থ্রিলার, মার্ডার, রহস্যে এই সবকিছু নিয়ে স্লেয়ার। আরিয়ান ভৌমিকের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। আশা করছি প্রজেক্টটা সবার খুব ভালো লাগবে”। চলতি বছরে “অমিত সিনহা অ্যাম্পল ড্রিমস” এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version