Home Uncategorized নতুন লুকে অভিনেত্রী দেবলীনা দত্ত। জুটিতে দেবলীনা-কাইজার।

নতুন লুকে অভিনেত্রী দেবলীনা দত্ত। জুটিতে দেবলীনা-কাইজার।

0

এবারে ভালোবাসার গানে নতুন লুকে অভিনেত্রী দেবলীনা দত্ত ও অভিনেতা কাইজার খান। প্রকাশ্যে ফার্স্ট লুক। পুরোপুরি আলাদা লুকে, দর্শকদের জন্য চমক নিয়ে এই গানে দেখা যাবে অভিনেত্রী দেবলীনা দত্ত কে। গানের নাম “তোর নামে নীল খামে”, পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সুধীর দত্ত৷ শিল্পী রাখী দত্ত ও রাজ বর্মনের কন্ঠে শোনা যাবে এই গান। রোমান্টিক এই গানের শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে৷ অভিনেত্রী দেবলীনা দত্ত জানান “এই প্রজেক্টে দর্শক পুরোপুরিভাবে নতুন স্বাদের গান উপহার পাবে। ভালোবাসার মানুষটিকে নীল খামে ভালোবাসা জানাতে বলছি আমরা এই গানে। কারন শুধু এই ভালেন্টাইন দিন প্রেমিক প্রেমিকার দিন নয়। বন্ধু একজন বন্ধুর, মা সন্তান, ভাই বোন সবাই সবার ভালেন্টাইন হতে পারে। তাই নীল রঙ কারন নীল হল আকাশের রঙ। তাই নীল রঙ কারন নীল হল আকাশের রঙ, আর ভালেন্টাইন মানে ভালোবাসা হোক আকাশের মতো অবাধ। কাইজার খান ও পরিচালক সুধীর দত্তের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। সাথে রাখী দত্ত ও রাজ বর্মনের গান দর্শকদের খুব পছন্দ হবে। এই গানটা নিয়ে আমি খুব আশাবাদী”৷ গানটি মুক্তি পাবে ” ডি. সুধীর প্রোডাকশন হাউস” এর ব্যানারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version