Monday, December 23, 2024
spot_img

ধরমশালায় ‘রবি’র ঘূর্ণি, ধরাশায়ী ইংল্যান্ড

শনিবারেই ‘রবি’র ঘূর্ণি। তাতেই ব্রিটিশ রাজ চূর্ণ। বাজবল চূর্ণ। সম্মানও চূর্ণ। তিনদিনেই ধরমশালায় ধরাশায়ী ইংল্যান্ড। শেষ টেস্টেও ভারতের কাছে ইনিংস ও ৬৪ রানে হারল ইংল্যান্ড। অ্যান্ডারসন দিনের শুরুতে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন, আর নিজের ১০০তম টেস্ট খেলতে নামা রবিচন্দ্রন অশ্বিন তাঁর ঘূর্ণি বলে ফোকাসটা কেড়েই নিলেই। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ভারত অলআউট হয় ৪৭৭ রানে। ২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১৯৫ রানে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অশ্বিন। দু’ইনিংস মিলিয়ে ৯ উইকেট। টেস্টের এক ইনিংসে এই নিয়ে ৩৬ বার ৫ উইকেট নিলেন এই স্পিনার, যা ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ। আবার মুরলিধরন, ওয়ার্ন ও কুম্বলের পর চতুর্থ বোলার হিসেবে নিজের ১০০তম টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করলেন তিনি। ম্যাচের সেরা হন অবশ্য কুলদীপ যাদব। ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৩০ রান স্কোরবোর্ডে যোগও করেছিলেন। প্রথম ইনিংসেই তিনি তুলে নিয়েছিলেন ৫ উইকেট। টুর্নামেন্টের সেরা হন ৭১২ রান করা যশস্বী জয়সওয়াল। সিরিজে প্রথম ম্যাচ হারলেও, পরপর চার টেস্ট জিতে ৪-১ এ সিরিজ জিতল রোহিত বাহিনী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles