অগ্ন্যুৎপাত কখন ঘটে, কেউ বলতে পারে না। ঠিক তেমন টি২০ ক্রিকেটে কে কখন জ্বলে উঠবেন তাও বলা মুশকিলই। নেপালি ক্রিকেটার কুশল মাল্লা ৫ মাস আগেই দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছিলেন। মঙ্গলবার সেই কুশলই চেয়ে চেয়ে দেখলেন সেঞ্চুরির রেকর্ড ভেঙে যেতে। যিনি ভাঙলেন, তিনিও অনামী ক্রিকেটার। নামিবিয়ার ব্যাটার ইয়ান নিকোল লফটি ইটনের ঝড়। কুশল ৩৪ বলে সেঞ্চুরি করেন মঙ্গোলিয়ার বিপক্ষে। আন্তর্জাতিক টি২০ কেরিয়ারে নেপালের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি পেয়ে গেলেন ৩৩ বলে। ৩৬ বল খেলে ১০১ রানে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১১টি চার ও ৮টি ছক্কার মার। ৩৫ বলে সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে তিনজনের। এরমধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাসেকারা ও ভারতের রোহিত শর্মার। টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি অবশ্য ক্রিস গেইলের দখলে। তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ৩০ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন।