Home Uncategorized দ্রুততম গোল করেও নিভল মশাল

দ্রুততম গোল করেও নিভল মশাল

0

ঢাল নেই, তরোয়াল নেই তবু চমক জাগিয়েই ওড়িশার বিরুদ্ধে শুরু করেছিল ইস্টবেঙ্গল। কলিঙ্গ যুদ্ধে ওড়িশার বিরুদ্ধে ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মধ্যেই গোল। তবু ম্যাচ শেষে হতাশ হয়েই মাঠ ছাড়তে হল লাল হলুদ ব্রিগেডকে। এল না কাঙ্খিত জয়। উল্টে হার হজম করল কুয়াদ্রাতবিহীন ইস্টবেঙ্গল। জয় না আসায়, সেরা ছয়ে যাওয়ার রাস্তাও আটকে রইল। আবার জয়ে ফেরায় ওড়িশা মজবুত করে ফেলল একনম্বর স্থান। ম্যাচটা ২-১ গোলে হেরে যায় ইস্টবেঙ্গল। মাঠে নেমেই গোল করে ওড়িশাকে ভয় ধরিয়ে দেওয়ার কাজটা ভালই করেছিলেন বিষ্ণু। আইএসএলে কেরিয়ারের প্রথম গোল বিষ্ণুর। আইএসএলের এ মরসুমে বিষ্ণুর গোলই দ্রুততম। সবমিলিয়ে পঞ্চম। তবু সেই ছন্দ থাকল না ৯০ মিনিট। ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান দিয়েগো মরিসিও। ৬১ মিনিটে লাল হলুদের কফিনে পেরেক পুঁতে দেন প্রিন্সটন রেবেলো। কার্ড সমস্যায় এই ম্যাচে ডাগ আউটে যেমন ছিলেন না কুয়াদ্রাত, তেমনই সেরা ডিফেন্ডার হিজাজি মাহেরও খেলতে পারেননি। আবার চোটের জন্য আগের ম্যাচের নায়ক নন্দকুমারকেও শুরুতে বাইরে রাখতে হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version