৪ মার্চ, ২০২২। আকস্মিক তাঁর চলে যাওয়া। দেখতে দেখতে দু’বছর কেটে গেল শেন ওয়ার্ন বিদায় নিয়েছেন। মাঠ কিংবা মাঠের বাইরে, সব সময় আলোচনায় থেকেছেন। ওয়ার্ন কিংবদন্তি। আবার তিনি উচ্ছৃঙ্খলও। মৃত্যু স্বাভাবিক, না অন্য কিছু? তা নিয়েও প্রশ্ন ওঠে। শোনা যায় হার্ট অ্যাটাক। মাত্র ৫২ বছর বয়সেই ইহজগতের মায়া কাটিয়ে না ফেরার দেশে কোনও ওয়ার্নিং ছাড়াই পাড়ি দিয়েছেন ওয়ার্নি। ২২ গজের শাসন ছাড়াও রঙিন জীবন, বিতর্কিত জীবন, নেশা, যৌন কেলেঙ্কারি, ড্রাগ বিতর্ক, বিবাহ বিচ্ছেদ, নিত্য নতুন গার্লফ্রেন্ড-এর নানা স্মৃতি তাঁকে ঘিরে। তবু তিনিই ক্রিকেটের বরপুত্র। লেগ স্পিনের জাদুকর। একাধিক বিরল রেকর্ডের মালিক। উইজডেনের শতাব্দী সেরা পাঁচ ক্রিকেটারের একজন ওয়ার্ন। ১৫ বছরের টেস্ট কেরিয়ারে নিয়েছেন, ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮টি উইকেট। বিশ্ব ক্রিকেট তাঁকে মিস করে আজও। মনে করে এখনও।