সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পিছনে একটি ইট বোঝাই বোলেরো গাড়ি সজোরে ধাক্কা মারলে মৃত্যু হয় বোলেরো গাড়ির খালাসির।পাশাপাশি দুর্ঘটনায় গুরুতর জখম হয় চালকও।মৃতের নাম সূজয় সরদার(২৮)।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত সোনাখালি এলাকায়। মৃতের বাড়ি বাসন্তী থানার অন্তর্গত ভরতগড় এলাকায়। স্থানীয় ও পুলিশ সুত্রের খবর এদিন রাতে সোনাখালি পেট্রোলপাম্পের কাছে পণ্যবাহী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।সেই সময় উত্তর ২৪ পরগনা জেলার গুমা-হাবরা থেকে ইট বোঝাই একটি বোলেরো গাড়ি দ্রুতগতিতে বাসন্তীর দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বোলেরো গাড়ি।দুর্ঘটনায় গুরুতর জখম হয় বোলেরো গাড়ির চালক ও খালাসি।সাহায্যের হাত না বাড়িয়ে সুযোগ বুঝে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাক নিয়ে পালিয়ে যায় ট্রাক চালক। খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে হাজীর হয় বাসন্তী থানার পুলিশ।দুর্ঘটনাগ্রস্থ চালক ও খালাসিকে উদ্ধার করে।চিকিৎসার জন্য তড়িঘড়ি বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখানে মৃত্যু হয় খালাসি সূজয় সরদারের।অন্যদিকে চালক শচীন সরদারের শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন।পরে সেখানে থেকে গভীর রাতে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।অন্যদিকে মৃত খালাসির দেহ শনিবার ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।