নিজস্ব প্রতিনিধি : সারা দেশের সাথে সাথে সাড়ম্বরে পালন করা হলো আন্তর্জাতিক যোগ দিবস। অষ্টম বর্ষের এই যোগ দিবসে থিম ছিল যোগা ফর হিউম্যানিটি নেহেরু যুব কেন্দ্র দক্ষিণ কলকাতা সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের সাথে যৌথভাবে কয়েকশো ছেলে মেয়েদের নিয়ে সাউথ সিটি স্কুলে আয়োজন করে যোগ দিবস। শরীর মন ভালো রাখার অব্যর্থ ঔষধ যোগাসন। এশিয়ান যোগা রিসার্চ ইনস্টিটিউটের সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ সকল ছেলে মেয়েদের কিছু কিছু যোগা শেখান। এবং সকলে একসাথে যোগা প্রশিক্ষণে মেতে ওঠেন। স্বাগত ভাষণের মাধ্যমে অন্তরা চক্রবর্তী অনুষ্ঠানের সূচনা করেন। এরপর সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক জন অ্যানড্রু বাগল, ৯৩ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি মৌসুমী দাস, নেহেরু যুব কেন্দ্র দক্ষিণ কলকাতা আধিকারিক অন্তরা চক্রবর্তী, উজ্জ্বল কুমার ঘোষ এবং নিবেদিতা ঘোষ প্রদীপ প্রজ্জ্বলন করেন। সকল অতিথি তাদের ভাষণের মাধ্যমে যোগার উপকারিতা সম্পর্কে উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করেন। গানের সাথে সাথে যোগার মাধ্যমে নৃত্য পরিবেশন করে প্রিয়ম সিং, প্রীতি সিং সহ অন্যান্যরা। এছাড়াও কালীঘাট মিলন সংঘ প্রদীপ পোড়ে গ্রুপ এবং এশিয়ান যোগা রিসার্চ ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীরা সমবেত ভাবে যোগা নৃত্য এবং যোগার মাধ্যমে মানুষ পিরামিড সকলের সামনে পরিবেশন করেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এপিসি রয় পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিল স্কুলের ছাত্রছাত্রীরাও। যোগা প্রশিক্ষক অলোক সাহা যোগা দিয়ে কিভাবে শরীর স্বাস্থ্য ঠিক রাখা যায় তা সকলের সামনে তুলে ধরেন। সব শেষে শংসাপত্র তুলে দেওয়া হয় এবং স্কুলের এনসিসি ক্যাডেডদের দ্বারা জাতীয় সংগীতের মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠা