হকির জনক মেজর ধ্যানচাঁদ তাঁর র জন্মদিন উপলক্ষে আজ ২৯ অগাস্ট জাতীয় খেলা দিবস হিসেবে পালন করা হয়। সারাদেশে আজ বিভিন্নভাবে খেলা দিবস উদযাপন করা হল। দক্ষিণ কলকাতা ও বাদ পড়েনি খেলা দিবস উদযাপনে। নেহেরু যুব কেন্দ্র দক্ষিণ কলকাতার আয়োজনে এবং বেঙ্গল একাডেমি অফ ক্যারাটে অ্যন্ড সেল্ফ ডিফেন্সের তত্ত্বাবধানে দি হোলি চাইল্ড স্কুলে খেলা দিবসের আয়োজন করা হয়েছিল। ফুটবল দাবা, দড়ি টানাটানি, কেরাম এবং যোগায় অংশগ্রহণ করে প্রায় ১০০ জন। এ বছরের খেলা দিবস জাপানের মধ্যে দিয়ে বার্তা দেওয়া হয় যে খেলা সকলের জন্য এবং খেলার মাধ্যমেই শরীর ভালো রাখা যায় কার সাথে সাথে দেশও ভাল থাকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ হোলি চাইল্ড স্কুলের সভাপতি ডক্টর প্রবাল কুমার মজুমদার, স্কুলের প্রধান শিক্ষিকা স্বর্ণদ্বীপ মজুমদার, নেহেরু যুব কেন্দ্র দক্ষিণ কলকাতার আধিকারিক অন্তরা চক্রবর্তী, বেঙ্গল অ্যাকাডেমি অফ ক্যারাটে এন্ড সেল্ফ ডিফেন্সের ধান করতি ২০২২ এর রাষ্ট্রীয় গৌরব সম্মান প্রাপক অরিত্রি দে, শিক্ষাবিদ সুনন্দা মজুমদার এবং স্কুলের আধিকারিক রমা মুখার্জী। পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করতে পেরে সকলেই খুব আনন্দিত পড়াশোনার সাথে সাথে খেলাধুলাতেও তারা এগিয়ে যাবে বলে জানান সকল অংশগ্রহণকারীরা।