তৃনমূল বিধায়ক লাভলী মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের

0
105

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : আর জি কর কাণ্ডের সুবিচারের দাবিতে অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে ‘বদলা’র হুমকি শোনা গিয়েছিল ‘জলনুপূর’ খ্যাত অভিনেত্রী তথা তৃনমূল বিধায়ক লাভলি মৈত্রর গলায়। সিপি আইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তী দের নাম উল্লেখ করে তিনি বলে ছিলেন, এবার বদলা হবে। সেই হুমকির জেরে এবার সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক কে পড়তে হল আইনি জটে । লাভলি মৈত্রের বিরুদ্ধে মঙ্গলবার সকালে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন স্থানীয় সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়ন জানালেন, ভরা সভায় তাঁর নাম তুলে হুমকির অভিযোগের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করেন তিনি ।

রবিবার সোনারপুর মোড়ে আর জি কর ইস্যুতে অবস্থান বিক্ষোভ চলছিল তৃণমূলের। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃনমূল বিধায়ক লাভলী মৈত্র বলেন, ”সিপিএম নেতারা যেমন  সুজনদা, সায়ন ঘুরে বেড়াচ্ছেন কীভাবে? কারণ, বদলা হয়নি। বদল হয়েছিল। ২০১১ -এ আমরা বলেছিলাম, বদল চাই। আর এখন ২০২৪ সালে বলছি, বদলা চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কেউ আঙুল তুললে, সেই আঙুল কী ভাবে নামাতে হয়, আমরা জানি।” তাঁর এই মন্তব্যকে ‘বালখিল্য’ বলে কার্যত উড়িয়ে দিয়েছিলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তবে তরুণ নেতা সায়ন অবশ্য কড়া প্রতিক্রিয়া দিয়েই জানিয়েছিলেন, সবার মুখ বন্ধ করা একা বিধায়কের পক্ষে সম্ভব নয়। কিন্তু সায়ন শুধু পালটা প্রতিক্রিয়া দিয়েই থেমে থাকেননি। তিনি মঙ্গলবার সোনারপুর থানায় লাভলি মৈত্রর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।যদিও এ বিষয়ে সোনারপুর দক্ষিণের তারকা বিধায়কের কোন ও প্রতিক্রিয়া মেলেনি। সূত্রের খবর, লাভলিকে এ ধরনের বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকতে সতর্ক করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।এর আগে অভিনেতা তথা তৃনমূল বিধায়ক কাঞ্চন মল্লিক অভিনেতা, সরকারি কর্মচারী,চিকিৎসকদের নিয়ে বাজে মন্তব্য করে পরে দলেরচাপে অন্যায় স্বীকার করতে বাধ্য হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here