বাংলাদেশের রাজধানী ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার বেইলি রোডের ওই ৬তলা বাড়িতে আগুনের জেরে প্রায় ৫০ জনের মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ১০০ জনের বেশি। বেইলি রোডের ওই বহুতলে আগুনের খবর পেতেই দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
দমকলের প্রাণপন চেষ্টা সত্ত্বেও ৪০ জনের মৃত্যু হয় মুহূর্তে। দমকলের ১৩-টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নেভে। বাংলাদেশের স্বাস্হ্যমন্ত্রী সামন্তলাল সেন জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বার্ণ ইনস্টিটিউটে আহতরা চিকিৎসাধীন।