উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ডহারবার : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমির আয়োজনে ও দক্ষিণ ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ডায়মন্ড হারবার রবীন্দ্রভবনে শনিবার থেকে শুরু হল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল। দুদিনের এই অনুষ্ঠানের উদ্বোধনে এদিন উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবারের বিধায়ক পান্নালাল হালদার, অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদ সৌমেন পাল, অপর সংস্কৃতি অধিকর্তা কৌস্তভ তরফদার,মহকুমা শাসক ডায়মন্ডহারবার অঞ্জন ঘোষ, সূর্য ব্যানার্জি, ভারপ্রাপ্ত সচিব, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, দেবজ্যোতি বোস, বিখ্যাত সরোদ বাদক ও সম্মানীয় সদস্য,পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি,জেলা পরিষদের অধ্যক্ষ জনাব মুজিবর রহমান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, সোমাশ্রী বেতাল, হাসনাবানু শেখ,জনাব মোক্তার শেখ,ডায়মন্ড হারবার পৌরসভার পৌরপ্রধান শ্রী প্রণব দাস, জেলা তথ্য সংস্কৃতিক আধিকারিক অনন্যা মজুমদার সহ আরো অনেকে।