Home Uncategorized টেস্ট বানচালের হুমকি-বার্তা, কড়া নিরাপত্তা রাঁচিতে

টেস্ট বানচালের হুমকি-বার্তা, কড়া নিরাপত্তা রাঁচিতে

0

রাঁচি টেস্ট শুরুর আগেই ‘হুমকি বার্তা’। তাতেই নড়েচড়ে বসল প্রশাসন। জঙ্গিনেতা গুরপতবন্ত সিং পান্নুনের ভিডিও বার্তায় বানচাল করে দেওয়ার হুমকিই পায় পুলিশ। সেই বার্তায় মাওবাদী সংগঠনকেও যুক্ত হতে বলেন তিনি। হাতিয়ার ডেপুটি পুলিশ সুপার পি কে মিশ্রা বলেছেন, ‘রাঁচিতে ভারত ও ইংল্যান্ড ম্যাচ বানচালের হুমকি দিয়েছেন গুরুপতবন্ত সিং পান্নুন। তিনি সিপিআই (মাওবাদী) কে ম্যাচটা ভেস্তে দেওয়ার জন্য গোলযোগ সৃষ্টি করার আহ্বানও জানান। তাঁর নামে ফের এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।’ তবে হুমকি পাওয়ার পরেই পুলিশ প্রশাসন নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে রাঁচি সহ গোটা রাজ্যই। প্লেয়ার্স হোটেল থেকে স্টেডিয়াম কড়া প্রোটোকলের মধ্যে দিয়েই যেতে হচ্ছে। এর আগেও একাধিক হুমকি দিয়েছিলেন গুরপতবন্ত। তিনি যেমন ২০২৩ বিশ্বকাপের সময় ভারত-পাক ম্যাচ বানচালের হুমকি দিয়েছিলেন। তেমনই নতুন সংসদ ভবনে হামলার হুমকিও দিয়েছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version