টি২০ বিশ্বকাপের পরও ছুটি নেই টিম ইন্ডিয়ার! কোথায় যাচ্ছে খেলতে?

0
116

কথায় আছে, দুধের স্বাদ ঘোলে মেটানো। সেই অবস্থাই জিম্বাবোয়ে ক্রিকেটের। টি২০ বিশ্বকাপ শেষে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলবে জিম্বাবোয়ে ক্রিকেট দল। এবারে সর্বাধিক ২০ দলের টি২০ বিশ্বকাপ হলেও, জিম্বাবোয়ে ক্রিকেট টিমের দুর্ভাগ্য, তারা সুযোগ পায়নি। বিশ্বকাপ শেষের একসপ্তাহের মধ্যেই তাই টি২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। ফলে, বিশ্বকাপ শেষেও টিম ইন্ডিয়ার ছুটি নেই। ওয়ান ডে বিশ্বকাপ শেষেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে হয়েছিল ভারতকে। দীর্ঘ ৮ বছর পর জিম্বাবোয়ে টি২০ সিরিজ খেলতে যাচ্ছে ভারত। শেষ ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছিল ভারত। সে’বার ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফেরেন ধোনিরা। এবার হবে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। সিরিজটি শুরু হবে ৬ জুলাই। আর শেষ হবে ১৪ জুলাই। সব ম্যাচই হবে হারারেতে। প্রথম ম্যাচটি ৬ জুলাই এবং শেষ ম্যাচটি ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। জিম্বাবোয়ে সফরে প্রথম টি২০ ম্যাচ হবে ৬ জুলাই, দ্বিতীয় টি২০ ম্যাচ হবে ৭ জুলাই, তৃতীয় টি২০ ম্যাচ হবে ১০ জুলাই। শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৪ জুলাই। উল্লেখ্য, ৪ থেকে ৩০ জুন পর্যন্ত চলবে টি২০ বিশ্বকাপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here