জয়নগর মজিলপুর স্টেশনে হকারদের উচছেদ বন্ধের প্রতিবাদ

0
100

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : রেল হকারদের উচছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে বুধবার বেলায় জয়নগর মজিলপুর স্টেশনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করলো সুন্দরবন জেলা তৃনমূল কংগ্রেসের হকার ইউনিয়নের সদস্যরা।এদিন ৫ শতাধিক হকার এই মিছিলে অংশ নেন।জয়নগর মজিলপুরের দুটি প্ল্যাটফর্মে মিছিল সহকারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।এর পরে জয়নগর মজিলপুর স্টেশনে এই বিষয়ে প্রতিবাদ সভা করা হয় ।এ ব্যাপারে সুন্দরবন জেলা তৃনমূল হকার ইউনিয়নের সভাপতি বিকাশ মজুমদার বলেন, জয়নগর মজিলপুর স্টেশনে হকারি করে, ছোট খাটো দোকান দিয়ে সংসার চালায় বহু মানুষ। কিন্তু সম্প্রতি আমরা জানতে পারি জয়নগর মজিলপুর স্টেশন প্ল্যাটফর্ম থেকে হকার উচ্চেদ করা হবে। তাই আমরা চাই হকার উচ্চেদ করলে পুনর্বাসনের ব্যবস্থা করেই তবে উচ্চেদ করতে হবে। না হলে আমাদের এই আন্দোলন আরও বৃহওর আকার নেবে আগামী দিনে।আর এদিনের এই মিছিলে স্টেশনে নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে রাখা হয়েছিল রেল পুলিশ দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here