Wednesday, January 22, 2025
spot_img

জয়নগর বিধানসভার বিধায়কের উদ্যোগে দক্ষিন বারাসাতে হয়ে গেল ৬ টি দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর :-

জয়নগর বিধানসভার বিধায়কের উদ্যোগে দক্ষিন বারাশত ফুটবল মাঠে ৬ টি দলের মধ্যে সীমিত ৮ ওভারের ক্রিকেট খেলা হয়ে গেল। প্রথমে জয়নগরের বিধায়ক বনাম জয়নগর মজিলপুর পৌরসভার মধ্যে খেলাতে জয়নগরের বিধায়ক দল জয়নগর মজিলপুর পৌরসভার দলকে হারায়।২ য় খেলায় জয়নগর থানা ও বকুলতলা থানার মধ্যে জয়নগর থানা জয়ী হয়। এবং তৃতীয় খেলায় জয়নগর ১ ও জয়নগর ২ নং বিডিওর মধ্যে জয়নগর ১ নং জয়ী হয়।ফাইনালে জয়নগর ১ নং বিডিও ও জয়নগর থানার মধ্যে জয়নগর ১ নং বিডিও বিজয়ী ৩৯ রানে। রানার্সআপ হয় জয়নগর থানা।এদিন এই খেলার ম্যান অফ দ্য সিরিজ পান জয়নগর ১ নং বিডিওর পক্ষে অংকুশ চক্রবর্তী,সেরা ফিল্ডিং এর জন্য বিবেচিত হন জয়নগর ১ নং বিডিওর পক্ষে গোপীবল্লভ ঘোষ এবং এদিনের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন জয়নগর থানার পক্ষে রমেশ আগরওয়াল।এদিন বিজয়ী ও রানার্সআপ এর দের হাতে পুরস্কার তুলে দেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,বারুইপুর এস ডি পি ও অতীশ বিশ্বাস,জয়নগর ১ নং বিডিও পূর্ণেন্দু স্যানাল,জয়নগর ২ নং বিডিও মনোজিত বসু, জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,সহকারী সভাপতি সুহানা পারভীন বৈদ্য,জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল, জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল, বকুলতলা থানার ওসি প্রদীপ রায়,জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর সহ আরো অনেকে।এদিন বিধায়ক বলেন,পুলিশ, প্রশাসন ও জন প্রতিনিধিদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। এতে কাজের ক্ষেত্রে প্রত্যেকের মধ্যে পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles