Home Uncategorized জয়নগর থানার উদ্যোগে স্বাস্থ্য শিবিরে পুলিশ সুপার নিজে রক্তদানে অংশ নিলেন

জয়নগর থানার উদ্যোগে স্বাস্থ্য শিবিরে পুলিশ সুপার নিজে রক্তদানে অংশ নিলেন

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : নিরাপত্তার দেখার পাশাপাশি পুলিশের উদ্যোগে স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা শিবির ও রক্তদান শিবির হয়ে গেল বুধবার। এদিন বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার উদ্যোগে থানা চত্বরে এই স্বাস্থ্য মেলায় উপস্থিত ছিলেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ,বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ চন্দ্র ঢালি, বারুইপুর এস ডি পি ও অতীশ বিশ্বাস, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার,জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর সি আই সুবীর ঢালি, জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল, বকুলতলা থানার ওসি প্রদীপ রায়, জয়নগর ১ নং ব্লক হাসপাতালের চিকিৎসক ডা: রুপংকর বোস,জয়নগর ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ বাবুল মজুমদার,বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল,ডা: অনির্বাণ ঘোষ, দেবব্রত দাস,হরিসাধন নস্কর, ডা: কে জি সাহা সহ আরো অনেকে।এদিন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ চন্দ্র ঢালি নিজে রক্তদান করে রক্তদান শিবিরের গুরুত্ব বাড়ালেন। পাশাপাশি এদিন বহু পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়াররা ও সাধারণ মানুষদের সাথে রক্তদান করে এই শিবিরের গুরুত্ব বাড়িয়ে তোলেন।এ দিন বারুইপুর এস ডি পি ও অতীশ বিশ্বাস নিজে স্বাস্থ্য পরীক্ষা করান ও চক্ষু পরীক্ষা করান। আর এদিন এই শিবিরে জয়নগর থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ অংশ নেন।শিশু রোগ, সাধারণ রোগ, গাইনো সহ একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এদিন এই স্বাস্থ্য শিবিরে অংশ নেন। এদিন পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি রক্তদানের মতন মহান কাজের গুরুত্ব তুলে ধরলেন। তিনি বললেন পুলিশের কাজ আইন শৃঙ্খলা বজায় রাখা। তাঁর পাশাপাশি এই জাতীয় সামাজিক কাজে এগিয়ে আসার দরকার আছে। তাই বারুইপুর পুলিশ জেলার কুলতলিতে দুটি এই জাতীয় শিবির ইতিমধ্যে হয়ে গেছে। এদিন জয়নগরে হলো।এর পরে বাকি থানা গুলোতেও এই ধরনের শিবির হবে।তিনি এদিন এই শিবিরে মধ্যে দিয়ে বাল্য বিবাহ, নারী পাচার ও সাইবার ক্রাইমের উপর সচেতনতা মূলক কথা বলেন।বিধায়ক বিভাস সরদার ও বিধায়ক বিশ্বনাথ দাস পুলিশের উদ্যোগে এই ধরনের শিবিরের প্রয়োজন কতটা আছে তার ওপর আলোকপাত করলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version