জয়নগরে ভয়াবহ আগুনে পুড়ে গেল এক ব্যক্তির গোয়ালঘর,তবে হতাহতের খবর নেই

0
147

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল জয়নগর মজিলপুর পৌরসভার এলাকার এক ব্যক্তির গোয়ালঘর। স্থানীয় সূত্রে জানা গেল, এদিন রাতে জয়নগর মজিলপুর পৌরসভার তিন নং ওয়ার্ডের বামনদেব ভট্টাচার্য রোডের অসিত দাস নামে এক ব্যক্তির গোয়ালঘরে আগুন লেগে যায়। আশেপাশের মানুষজন দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়।খবর দেওয়া হয় জয়নগর মজিলপুর দমকল কেন্দ্রে।তবে স্থানীয় মানুষদের তৎপরতায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে হতাহতের কোনো খবর নেই।এই দূর্ঘটনা থেকে রেহাই পেয়েছে গোয়ালঘরে থাকা দুটি গরু। ঘটনার খবর পেয়ে দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে চলে আসে। চলে আসে জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল।কিভাবে এই ঘটনা ঘটলো তা জানা যায়নি।তবে প্রাথমিক অনুমান, গোয়ালঘরে মশা তাড়ানোর ডিমের ট্রে থেকে এই আগুন লেগে থাকতে পারে। এদিন এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল বলেন,স্থানীয় মানুষদের চেষ্টায় বড় দূর্ঘটনার হাত থেকে রেহাই পেয়ে গেছে এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here