Uncategorized জেলা ভিত্তিক যুব সংসদ By admin - February 24, 2022 0 Facebook Twitter Pinterest WhatsApp নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয যুব সংসদের এক ভারতব্যাপী অনুষ্ঠানের সূচনা হওযার পর বিভিন্ন জেলায জেলায জেলা ভিত্তিক যুব সংসদের আযোজন করা হযেিল। তেমনই নেহরু যুব কেন্দ্র দক্ষিণ কলকাতা কর্তক এই জেলার যুব সংসদ অনুষ্ঠানের পর পশ্চিমবঙ্গের ১১টি জেলা নিযে যুব সংসদ তত্ত্বাবধান করে দক্ষিণ কলকাতা নেহরু যুব কেন্দ্র। ১১টি জেলা থেকে চারজন করে প্রতিযোগী অনলাইনে অংশগ্রহণ করেন এবং চারজন বিচারক সেখান থেকে দুইজন করে বেছে নিযে তাঁদেরকে রাজ্য প্রতিযোগিতায পাঠান। এই বিচারক মণ্ডলীর মধ্যে ছিলেন ১০৬ নম্বর ওযার্ডের পুর প্রতিনিধি অরিজিত্ দাস ঠাকুর, আলিপুর বার্তার সম্পাদক তথা নেতাজি বিষযক বিশেষজ্ঞ ড. জযন্ত চৌধুরী, শিক্ষক তথা শিল্পী ড. পার্থপ্রতিম পাঁজা, প্রাক্তন পুলিশ অফিসার অরিন্দম আচার্য এবং টেকনো ইন্ডিযা বিশ্ববিদ্যালযে অধ্যাপক ড. মৌমিতা সেনগুপ্ত। এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয ২২ ফেব্রুযারি ২০২২। নতুন ভারত গড়ার জন্য যুব সমাজকে দাযিত্ব নিতে হবে এই ভাবনাকেই মাথায রেখে তাঁদের নতুন নতুন ভাবনা প্রস্ফুটিত হওযার এক মঞ্চ হল এই প্রতিযোগিতা। এখান থেকেই জাতীয স্তরে বেছে নেওযা হবে একজনকে। ভারতবর্ষ এগিযে যাবে এটাই লক্ষ্য সকলের।