ওড়িশা জেতা মানেই একনম্বরের লড়াই কঠিন হয়ে যাওয়া। তাই হয়েছে। বাগান হেডস্যার ভালই জানেন, এখন আটকে যাওয়া মানেই চাপ বেড়ে যাওয়া। তাই শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না অ্যান্তোনিও লোপেজ হাবাস। তাঁর অধীনে মোহনবাগান ফর্ম ফিরে পেয়েছে। এখনও তিনি অপরাজিত। সামনে ডার্বি থাকলেও, ঘরের মাঠে জামশেদপুরের ম্যাচেই মন দিতে চান তিনি। কারণ, খালেদ জামিলের দল এখন অনেক বেশি শক্তিশালী। জয়েও ফিরেছে জামশেদপুর। হাবাসের পরিষ্কার কথা, ‘হারের সম্ভাবনা নিয়ে আমি ভাবছিই না। এই ম্যাচে হারলে সমস্যা হতে পারে, জানি। কিন্তু তারপরেও আমাদের এক নম্বর জায়গাটা পাওয়ার লড়াই চলবে।’ চোট সারিয়ে আঠারো জনের দলে ফিরছেন ব্রেন্ডন হ্যামিল। তবে তাঁকে প্রথম একাদশে রাখবেন কিনা সেই বিষয়ে কিছু জানাননি। এই ম্যাচের পরেই কলকাতা ডার্বি। হাবাস তা নিয়ে বলেন, ‘সমর্থকদের কাছে ডার্বি অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু আমাদের কাছে জামশেদপুর ম্যাচের গুরুত্ব যে রকম, ডাবির গুরুত্বও সে রকম। এখনই ডার্বি নিয়ে ভাবছি না।’