জিতছে মহমেডান

0
111

আই লিগ জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মহমেডান স্পোর্টিং ক্লাব। রবিবার অ্যাওয়ে ম্যাচে তারা নেরোকা এফসি-কে ২-০ গোলে হারাল। চলতি মরসুমে এই নিয়ে দু’বারই নেরোকাকে হারাল মহমেডান। প্রথম পর্বে তারা জিতেছিল নৈহাটি স্টেডিয়ামে। এই জয়ের ফলে আই লিগের শীর্ষস্থান আরও মজবুত করল মহমেডান। ২০ ম্যাচে তাদের ৪৭ পয়েন্ট হল। বাকি চার ম্যাচ থেকে আর আট পয়েন্ট পেলেই আই লিগ নিশ্চিত তাদের। ফলে আইএসএলেরও যোগ্যতা অর্জন করবে তারা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here