নিজস্ব প্রতিনিধি: বয়স চল্লিশ প্লাস। এখনও তিনি অপরিহার্য ভারতীয় দলে! ভারতীয় দলের আশা-ভরসার নামই যেন সুনীল ছেত্রী। অবসর নিয়েছিলেন বছরও ঘোরেনি। কিন্তু আবারও কিংবদন্তিকে দেখা যেতে পারে নীল জার্সিতে! একবছরের মধ্যেই সিদ্ধান্ত বদল! ফুটবল ফেডারেশনের সমাজমাধ্যমেই এমন খবর জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলে জানানো হয়, ‘অধিনায়ক, নেতা,কিংবদন্তি- তিনি আবার ফিরবেন জাতীয় দলের জার্সিতে। মার্চ থেকে ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে। সেখানেই তিনি যোগ দেবেন জাতীয় দলে।’ ১৯ বছর ধরে সুনীল খেলছেন ভারতের জার্সিতে। ১৫০ ম্যাচে রয়েছে ৯৪ গোল। স্ট্রাইকারের অভাব কি টের পেল ভারতীয় ফুটবল সংস্থা? চলতি মাস থেকেই জাতীয় দলে আবার যোগ দেবেন তিনি। চলতি মাসেই এশিয়ান কাপ কোয়ালিফায়ারে নামবে ভারত। সেই শিবিরেই থাকবেন সুনীল। ১৯ মার্চ শিলংয়েই মলদ্বীপের বিরুদ্ধে ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ। কুয়েতের বিরুদ্ধে যুবভারতীতে শেষ ম্যাচ খেলে ভারতীয় ফুটবল সমর্থকদের কাঁদিয়ে বিদায় নেন। কিন্তু তা স্থায়ী হল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here