উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : তীব্র তাপদহে ভুগছে বাংলা। আর এই তীব্র গরমে রক্তের আকাল দেখা দিয়েছে।একদিকে লোকসভার ভোট আর অন্যদিকে রক্তের আকাল।আর তাই জয়নগর ২ নং বিডিওর উদ্যোগে নিমপীঠ বিডিও অফিসে রক্তের যোগান বজায় রাখতে ও ভোট দানের উপর সচেতনতা বাড়াতে রক্তদান শিবির হয়ে গেল বুধবার। রক্তদানের মধ্যে দিয়ে জীবন বাঁচানোর তাগিদে সরকারি ব্লাড ব্যংকের সহায়তায় এদিন এই রক্তদান শিবির হয়ে গেল।এদিন বিডিও মনোজিত বসু সহ ৭৭ জন রক্তদানে এগিয়ে আসেন।এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন বারুইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেন, জয়নগর ২ নং বিডিও মনোজিত বসু, জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিংঙকা মন্ডল,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেলিম শেখ, ওয়াহিদ মোল্লা,কর্ণকান্তি হালদার সহ আরো অনেকে।এদিন রক্তদাতাদের হাতে ভোটের সচেতনতা উপর সাটিফিকেট ও মাথার টুপি তুলে দেন বারুইপুর মহকুমা শাসক ও জয়নগর ২ নং বিডিও।এদিন জয়নগর ২ নং বিডিও মনোজিত বসু বলেন,এই সময়ে রক্তের আকাল চলছে। আর তারই পাশাপাশি লোকসভা ভোট চলছে।তাই রক্তদাতাদের রক্তদানের পাশাপাশি ভোট দানের ওপর সচেতনতা বাড়ানোর প্রচার ও করা হয় এদিন।