জয়নগরে ১৮ টি বোমকে নিস্ক্রিয় করলো বোম স্কোয়াড

0
113

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : জয়নগর থানা এলাকার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া বোমা গুলিকে শুক্রবার নিস্ক্রিয় করলো সিআইডির বোম স্কোয়াডের টিম। এদিন সি আই ডির বোম স্কোয়াডের ৫ সদস্যের টিম কলকাতা থেকে জয়নগর থানায় আসে।জয়নগর থানার মধ্যে রাখা সেই বোম গুলো তাঁরা তাদের নিজস্ব পদ্ধতিতে সংগ্রহ করে জয়নগর থানার ময়লাপোতা সংলগ্ন হাট পাড়া এলাকায় নির্জন ও ফাঁকা বাগানে নিয়ে গিয়ে বোম গুলিকে তাদের নিজস্ব পদ্ধতিতে নিস্ক্রিয় করে। পুলিশ ও সি আই ডির বোম স্কোয়াড সূত্রে জানা যায়, এদিন মোট ১৮ টি বোমকে নিস্ক্রিয় করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here