জমি জমা নিয়ে মারপিটের অভিযোগে দক্ষিন বারাশত থেকে ধৃত তিনজনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ

0
133

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : জমি জমা নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল ও মারপিটের অভিযোগে জয়নগর থানার দক্ষিন বারাশতের মাষটিকারি এলাকা থেকে ধৃত তিন জনকে শুক্রবার জয়নগর থানা বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গেল, বৃহস্পতিবার জয়নগর থানার দক্ষিন বারাশতের মাষটিকারি গ্রামে জমি জমার মাপঝোঁক নিয়ে প্রথমে বচসা ও পরে মারপিটের ঘটনা ঘটে।আর ওই দিনই দুপক্ষের তরফে জয়নগর থানায় অভিযোগ দায়েরের পরে তদন্তে নেমে জয়নগর থানার তদন্তকারী অফিসার দুপক্ষের তিনজনকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে। ধৃত তিন জন হল সদানন্দ চৌধুরী, কুনাল চৌধুরী ও শংকর চৌধুরী। ধৃত তিন জনেরই বাড়ি জয়নগর থানার দক্ষিন বারাশতের মাষটিকারি গ্রামে। ধৃতদের শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here