প্রতীক্ষা শেষ। স্বপ্ন সফল। লড়াই সফল। টেস্ট ক্যাপ পেলেন সরফরাজ খান। এত অপেক্ষার পর টেস্টে সুযোগ পাওয়া সরফরাজের পরিবারের জন্য স্বপ্ন পূরণ হওয়ার মতোই। অনিল কুম্বলের হাত থেকে সরফরাজ টেস্ট ক্যাপ পেতেই, আনন্দে চোখের জল আটকাতে পারেননি তাঁর বাবা নৌশাদ। কেঁদে ফেলেছেন মাও। সরফরাজ টেস্ট ক্যাপ নিয়ে গিয়ে প্রথমে বাবার হাতে তুলে দেন। জড়িয়ে ধরেন। টেস্ট ক্যাপে স্নেহচুম্বন দেন নৌশাদ। পাশাপাশি সরফরাজ মায়ের চোখে জল দেখে তা মুছিয়েও দেন। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে যা করার, তার সবটাই তো করেছেন। ২০১৯-২০ ও ২০২১-২২—টানা দুই মরসুমে রঞ্জি ট্রফিতে করেছেন ৯০০-এর বেশি করে রান। ঘরোয়া ক্রিকেটে স্যার ডন ব্র্যাডম্যানের পর সরফরাজের গড়ই সর্বোচ্চ (৭৯.৬৫)। এতকিছু করেও এতদিন ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্যই ছিলেন। এর আগে ২০০৯ সালে মাত্র ১২ বছর বয়সে ভারতের হ্যারিস শিল্ড আন্তঃস্কুল টুর্নামেন্টে ৪৩৯ রানের ইনিংস খেলে আলোয় আসেন সরফরাজ। তবে সাম্প্রতিক বছরগুলোতে এত ধারাবাহিক হওয়া সত্ত্বেও কিছুতেই তার জন্য জাতীয় দলের সুযোগ আসছিল না। যা নিয়ে সমালোচনাও হচ্ছিল নির্বাচকদের। নিজেদের ওপর থেকে ভারতীয় বোর্ডের সেই চাপ কমানোর সুযোগ পেয়েছেন এবারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here