(জেলা-মুর্শিদাবাদ)
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন, সীমা চৌকি বয়রাঘাটা, ১১৫ ব্যাটালিয়নের জওয়ানরা ডিউটির সময় ০৭ বছর বয়সী একটি মেয়েকে ১০৭ গ্রাম (সন্দেহজনক হেরোইন) মাদকদ্রব্য সহ আটক করেছে। ধৃত মেয়েটির পরিচয় রিতু (কাল্পনিক নাম), মুর্শিদাবাদ বলে জানা গেছে।
২৪ শে ডিসেম্বর, ২০২২ তারিখে, জওয়ানরা বিএসএফ-এর গোয়েন্দা শাখা থেকে নিশ্চিত এবং সঠিক তথ্য পায় যে একটি মেয়ে শিশু মাদক সহ সীমান্তের দিকে যাচ্ছে। তখনই মহিলা কনস্টেবল তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি করে তার কাছ থেকে উল্লিখিত মাদক উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, এসব জিনিস তার মা তাকে দিয়েছিল। সে আরও বলে যে এর পরে সে এই সামগ্রী তার দাদীর কাছে হস্তান্তর করতে যাচ্ছিল। কিন্তু বিএসএফ জওয়ানরা তার আগেই তাকে ধরে ফেলে।
জব্দকৃত মালামাল ও ধৃত মেয়ে কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রঘুনাথগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
১১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার তার জোয়ানদের তদারকিতে আনন্দ প্রকাশ করে বলেন যে, তার জোয়ানরা সীমান্ত অপরাধ ও চোরাচালান বন্ধে সম্পূর্ণভাবে দৃঢ়প্রতিজ্ঞ।