নিজস্ব প্রতিনিধি : আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার কলকাতা পৌরসংস্থার ২০২৫ – ‘২৬ অর্থবর্ষের বাজেট-বরাদ্দ পেশ করতে চলেছেন মহানাগরিক ফিরহাদ হাকিম। পৌর অর্থ ও রাজস্ব দফতর সূত্রে খবর, এবারের প্রস্তাবিত বাজেটে কোষাগারের ঘাটতি রোধে বড় আবাসন সহ বিল্ডিং, জঞ্জাল অপসারণ ও বিনোদন করের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি ছোটো ছোটো জমিতে প্ল্যানমাফিক বাড়ির অনুমতি দিয়ে আগামী দিনে পৌর রাজস্ব আরও বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। অ্যামিউজমেন্ট ফিজ এবং ট্রেড লাইসেন্স ফিজ বছর বছর মিটিয়ে দিলে বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে। এছাড়াও দক্ষিণ কলকাতার ৮৭ নম্বর ওয়ার্ডে চেতলাস্থিত ‘মেয়রস্ ক্লিনিকে’ মতো ডায়ালিসিস্ ইউনিট এবং ছেলেমেয়ে উভয়ের জন্য নার্সিং ট্রেনিং স্কুল খোলার প্রস্তাব রাখা হয়েছে। গতবারের ২০২৪ – ‘২৫ বাজেটে ৭০০ কোটি টাকা বিভিন্ন প্রকল্প নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছিল। যার মধ্যে বিভিন্ন জল প্রকল্প নির্মাণ থেকে বুস্টার পাম্পিং স্টেশনসহ একাধিক নিকাশি নালা নির্মাণ, শিক্ষাক্ষেত্রে এবং সমাজ কল্যাণ প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল। গতবার সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে বড়সড় আবাসনে গিয়ে প্রায় ৬৫০ কোটি টাকা কর আদায় করা হয়েছিল। এবার কী হবে সেটাই এখন দেখার।