রাজনীতিতে খেলা হবে স্লোগান উঠতেই পারে, তবে খেলোয়াড়রা সেই খেলায় নাম লেখাতে চাইছেন না। এমনই উলটপুরাণ দেখা যাচ্ছে এবার লোকসভা নির্বাচনের আগে। নির্বাচনের আগে সেই জল্পনা উস্কে দিলেন দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও যুবরাজ সিং। গৌতম গম্ভীর, বিজেপির অন্যতম মুখ। ২০১৯ সালে গৌতম গম্ভীর পূর্ব দিল্লি আসন থেকে বিশাল ব্যবধানে জিতে সাংসদ হন। সামনেই ফের নির্বাচন। তবে এবার আর লড়াইয়ে যেতে রাজি নন। গম্ভীর সোশাল মিডিয়ায় লেখেন, ‘আমি দলের সভাপতি জেপি নাড্ডাকে অনুরোধ করেছি যাতে আমাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়। ক্রিকেট বিষয়ক আমার কমিটমেন্ট যাতে আমি রক্ষা করতে পারি এবং সেগুলির ওপরে যাতে আমি ফোকাস করতে পারি, তার জন্যেই এই অনুরোধ।’ অন্যদিকে যুবরাজকে নিয়েও জল্পনা ছড়িয়েছিল তিনি এবার প্রার্থী হতে পারেন। যুবরাজ সোশাল মিডিয়ায় লেখেন, ‘আমি ভোটে লড়ছি না। তবে মানুষকে নানাভাবে সহযোগিতা করা, তাঁদের পাশে থাকাই আমার প্যাশন। সেই কাজ আমার ফাউন্ডেশনের মাধ্যমেই চালিয়ে যাব।’