Wednesday, December 25, 2024
spot_img

কলকাতা পুলিশের উদ্যোগে গাছ তলায় ক্লাস

সুভাষ চন্দ্র দাশ- চলছে করোনার দাপট। চলছে লকডাউনও। দেশ বিদেশে চলছে ত্রাহি ত্রাহি বর। সমস্ত কিছুই বন্ধ। বিশেষ করে গত প্রায় দেড় বছরের অধিক সময় স্কুল পাঠশালার পড়াশোনা বন্ধ রয়েছে। চলছে অন লাইনের ক্লাস বটে।তবে কলকাতা সহ রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের গ্রামগঞ্জে এমনকি শহরেই এমন অনেক ছেলেমেয়ে রয়েছে, যাদের পক্ষে অনলাইন ক্লাস বা টিউশন, দুইই সুদূর কল্পনাতীত।কারণ যাদের নুন আনতে পান্তা ফরায় তাদর মোবাইল ফোন কেনার সামর্থ্য কোথায়!ফলে অনলাইন ক্লাস মানে বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখা।তেমন খাস কলকাতা শহরের মাঝেরহাট মধু বস্তি এলাকা তার জ্বলন্ত উদাহরণ।এলাকার শিশুরা,যাদের দিন কাটে দারুণ অর্থকষ্টে,অভাব অনটন দারিদ্রতার মধ্যে। গত প্রায় দেড় বছর সময় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে তাদের পড়াশোনা।
এবার ওই অসহায় শিশুদের সাহায্য করতে এগিয়ে এসেছে কলকাতার সাউথ-ওয়েস্ট ট্রাফিক গার্ড এর ওসি প্রসেনজিৎ চ্যাটার্জি। তাঁর নেতৃত্বে শুরু হয়েছে গাছ তলায় পড়াশোনার পাঠশালা। যতদিন না ইস্কুল খুলছে, ততদিন প্রতি সন্ধ্যায় দুঘণ্টা করে টিউশন ক্লাসে যোগ দেবে এই শিশুরা।
এমনইতেই কলকাতা পুলিশের সুনাম দেশ তথা আন্তর্জাতিকস্তরে রয়েছে। করোনা কালে আবারও মানবিক ভূমিকায় দেখা গেল কলকাতা পুলিশের।কলকাতা পুলিশের এমন মানবতা কে প্রশংসা জানিয়েছে বিশিষ্টজনেরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles