কলকাতা নিয়ে নস্ট্যালজিক সইফ

0
131

পরিবারের অর্ধেক কলকাতা, আর বাকি অর্ধেক ক্রিকেট। সইফ আলি খানের জীবন তাই দু’দিকেই। নিজে চুটিয়ে অভিনয় করেছেন। এবার ক্রিকেটার তুলতে আগ্রহী সইফ আলি খান। তাই স্ত্রী করিনা কাপুর খানকে নিয়েই কিনে ফেলেছেন ক্রিকেট দল। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের কলকাতার টাইগার্সের মালিক সইফ সম্প্রতি টুর্নামেন্টের নিলামে অংশ নিতে গিয়ে নস্ট্যালজিক হয়ে পড়েন।
মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের ছেলে জানিয়েছেন, ‘কলকাতা এমন একটা শহর যা আমার হৃদয়ের খুব কাছের। আমার মা এবং আমার পরিবারের অর্ধেকই কলকাতা থেকে এসেছেন। আর বাকি অর্ধেক হল, আপনারা জানেন, ক্রিকেটার।’ শুধু তাই নয়, বাবার আদর্শে গ্রাসরুট থেকে ক্রিকেটার তুলতে আগ্রহী সইফ। টেনিস বলে ক্রিকেট শুরু করা উচিত বলে মনে করতেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার। সে’কথা মনে রেখেই টেনিস বলে ক্রিকেট খেলোয়াড় তুলতে বেশি আগ্রহ বলিউড তারকার। এই টেনিস বল টি১০ এই ক্রিকেট টুর্নামেন্ট ৬ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here