নিজস্ব প্রতিনিধি : কলকাতায় চিনের রাষ্ট্রদূতের আয়োজনে চিনের মানুষজনদের নিয়ে ড্রাগন বোট উত্সবের আয়োজন করা হয়েছিল। ভারত-চিন সাংস্কৃতিক উন্নয়ন সংগঠনের তরফ থেকে বহু মানুষজন এই উত্সবে সামিল হয়েছিলেন। এই উত্সবে উপস্থিত ছিলেন চিনা রাষ্ট্রদূত জা লিয়ন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের অসামরিক প্রতিরক্ষা দফতরের মন্ত্রী জাভেদ খান, সাংসদ সুখেন্দু শেখর রায় এবং নাদিমূল হক,সিপিআইএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম, ললিত কলা আকাদেমির প্রাক্তন চেয়ারম্যান কল্যাণকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব রাজপাল সিং সহ অন্যান্যরা। সকল অতিথিরা এই উত্সবের সূচনা করেন। সকলের করতালির অভ্যর্থনায় শুরু হয় ড্রাগন বোট প্রতিযোগিতা। ছয় বছর ধরে কলকাতায় এই উত্সব শুরু হয়েছে। প্রত্যেক বছরই এক নতুন নতুন জিনিসের আগমণ ঘটছে। এই উত্সব ধরে ভারত-চিন তথা পশ্চিমবঙ্গের হাত শক্ত করার লক্ষ্যেই চিনা সম্প্রদায়ের এই ড্রাগন বোট উত্সব চলছে।